নিজস্ব প্রতিনিধিঃ
বাংলার অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে জনসভায় বাংলায় প্রায় সাড়ে ৫০০০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজনীতির কারবারিদের মতে, উন্নয়নের অস্ত্রেই শান দিতে চান নরেন্দ্র মোদী। সেই কারণে উন্নয়নে বিজেপিই ভরসা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। ছাব্বিশের ভোটের আগে মোদীর বঙ্গে আসা নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে বিকশিত ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা উল্লেখযোগ্য। অনেক বছর পর বিজেপি ক্ষমতায় এসেছে অসমে। আগে ত্রিপুরার কী অবস্থা ছিল সকলে জানে। সেখানে এখন উন্নয়ন হচ্ছে। তাই আমি বলছি একবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। একটা সরকার যে ইমানদার-দমদার হোক। বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি।
Akb tv news
18.07.2025