Type Here to Get Search Results !

চাকমাঘাটের জারুইলং বাড়ি হাটে কৃষকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী বিকাশ দেববর্মা ll AKB TV News


 নিজস্ব প্রতিনিধি,

 ত্রিপুরার তেলিয়ামুড়া চাকমাঘাট জারুইলং বাড়ি হাটে বুধবার সন্ধ্যায় মন্ত্রী বিকাশ দেববর্মা হাটের মাঝেই সাধারণ কৃষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন, শোনেন তাঁদের দুঃখ-দুর্দশা, ও সমস্যার কথা। কৃষকদের কণ্ঠে উঠে আসে একটি অভিন্ন আতঙ্ক—বন্য দাঁতাল হাতির তাণ্ডব। রাতের আঁধারে এই হাতির দল চাষের জমিতে ঢুকে পড়ছে, ধ্বংস করছে পরিশ্রমের ফসল। এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন,“তিনি কৃষকদের কষ্ট বোঝেন। তাঁদের উন্নয়ন ও সুরক্ষা সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যেই বন দপ্তর ও বনমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”তিনি আরও বলেন,“আমাদের কৃষকরা আজ অনেক বেশি সচেতন ও আত্মনির্ভর। তাঁরা নিজেরাই ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করছেন, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করছেন। তাঁদের জন্য এমন একটি নিরাপদ স্থানের ব্যবস্থা করা হবে, যেখানে তাঁরা রোদে-বৃষ্টিতে কষ্ট না করে নির্বিঘ্নে পণ্য বিক্রি করতে পারবেন।”

Akb tv news 

17.07.2025