নিজস্ব প্রতিনিধি,
শনিবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের পুরাতন বিল্ডিংয়ের সভাগৃহে আয়োজিত বৈঠকের পৌরহিত্য করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বন্দরের ডাইরেক্টর কেসি মিনা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড:বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে এবং এডভাইসারি কমিটির মেম্বার তথা প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা। বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রতি বছর দু’বার বিমান বন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। ওই বৈঠকে বিমান বন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। তেমনি, যেসমস্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় সেগুলো কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা হয়ে থাকে। উত্তর-পূর্বাঞ্চলে গৌহাটি বিমান বন্দরের পর এমবিবি বিমান বন্দরে বেশি বিমান চলাচল করে থাকে বলে এমনটাই দাবি করেন তিনি। তাঁর কথায়, ওই বৈঠকে বিমান সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, বিমান বন্দরে কম ভাড়ায় স্টল দেওয়া এবং লাইটিং বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে বলে বিপ্লব কুমার দেব জানান।
05.07.2025