বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করলেন ভোটাররা।। AKB TV News

আরশি কথা


  নিজস্ব প্রতিনিধি,

রাজ্যে দল বদলের পালা জারি রয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্থানে দল বদল চলছে। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে অম্পি নগর বিধানসভা থেকে ২০০ পরিবারের উপর ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেসের উপর মানুষের এখনো আস্থা আছে। কংগ্রেসের প্রতি আস্থা রেখেই মানুষ কংগ্রেসের দিকেই ঝুঁকছে। আগামী দিন অম্পি নগর বিধানসভা থেকে প্রায় দুই শতাধিক ভোটার কংগ্রেস দলে যোগদান করবেন বলে তিনি জানান।

Akb tv news 

05.07.2025

3/related/default