নিজস্ব প্রতিনিধি,
আবারো নিখোঁজের ঘটনা। চেন্নাই থেকে আগত মামা ও ভাগিনা শিয়ালদা রেল স্টেশনে
একসঙ্গে এসে রেলে উঠে। কয়েকটি স্টেশন পার হওয়ার পর রেল থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ
হয়ে যায় ভাগিনা। নিখোঁজ ব্যক্তির নাম হাবিল মিয়া।তার বাড়ি মেলাঘর থানাধীন কলা ক্ষেত
এলাকায়।ঘটনার বিবরনে জানা যায়, উদয়পুর পুলিশ
লাইনের বাসিন্দা আব্দুল খালেক এবং মেলাঘর কলা খেতের হাবিল মিয়া দুজনে সম্পর্কে মামা
এবং ভাগিনা। তারা দু’জন দীর্ঘদিন চেন্নাইয়ে কর্মরত থাকার পর যে যার বাড়ির উদ্দেশ্যে
ট্রেনে করে রওনা হয়ে হাওড়া রেল স্টেশনে নামেন। এরপর গাড়ি দিয়ে শিয়ালদা রেল স্টেশনে
আসেন। সেখান থেকে মামা ও ভাগিনা শিয়ালদা রেল স্টেশনে ট্রেনে উঠেন। এর মধ্যে মামা
আব্দুল খালেক পাঁচ নম্বর ট্রেনের বগিতে ছিলেন।
এদিকে ভাগিনা হাবিল মিয়া ট্রেনের তিন নম্বর বগিতে ছিলেন। দু’জনে ট্রেনের মধ্যে কথাবার্তাও দেখা সাক্ষাৎ হতে থাকে। এর মধ্যে ভাগিনা
হাবিল মিয়া তার মামা আব্দুল খালেক এর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে যাওয়ার পর, ভাগিনা
মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়।বহু জায়গা খোঁজাখুঁজির পরও হাবিল মিয়াকে পাওয়া যায়নি।
এদিকে মামা আব্দুল খালেক উদয়পুর তার বাড়িতে এসে, সরাসরি কলাখেত তার বোনের বাড়িতে
গিয়ে ঘটনা জানায়। এরপর তারা বিভিন্ন জায়গা, আগরতলা রেল স্টেশন পর্যন্ত তাঁর খোঁজ করেন।
দীর্ঘ তিন দিন অতিক্রান্ত হওয়ার পর, অবশেষে শনিবার মামা আব্দুল খালেক সাংবাদ মাধ্যমে
তার ভাগিনাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতার জন্য আবেদন জানান।
Akb tv news
12.07.2025