নিজস্ব প্রতিনিধি,
চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালঙ্কার এবং মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার। জানা গিয়েছে, বিগত কিছু দিন ধরে বিভিন্ন সময়ে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নামে এবং এই ঘটনায় তিনজনকে আটক করে । তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। । এরই মধ্যে একটি গলার হার চুরি যাওয়ার অভিযোগও দায়ের করা হয়েছিল। পুলিশ অভিযানে নেমে সোনামুড়া, গোলবাজার ও নন্দন নগর এলাকা থেকে তিনটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পাশাপাশি চুরি যাওয়া বিভিন্ন মোবাইল ও গলার হারও উদ্বার করে। আদালতের নির্দেশে সেই সকল সামগ্রী এদিন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
Akb tv news
12.07.2025