নিজস্ব প্রতিনিধি,
মাঝ আকাশে দুই
বিমানের মুখোমুখি সংঘর্ষ। কানাডায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে
একজন ভারতীয়। জানা গেছে, মৃতরা দু’জনেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। টেক অফ এবং
ল্যান্ডিং কীভাবে করা হয় সেই ট্রেনিংয়ের সময়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কানাডার
মানিটোবা এলাকার হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে। সেখানকার প্রেসিডেন্ট অ্যাডাম পেনার
জানান, মৃত দুই ছাত্র বিমান ওড়ানো এবং নামানোর অনুশীলন করছিলেন। সিঙ্গল ইঞ্জিনের বিমানগুলিতে
রেডিও সিস্টেম রয়েছে। কিন্তু বিমানের ভিতর থেকে অন্যদিক থেকে আসা বিমান সম্ভবত দেখতে
পাননি দুই পাইলট। দু’জনেই একই রানওয়েতে নামার চেষ্টা করেন। সেসময়েই ভয়াবহ বিপত্তি ঘটে।
Akb tv news
10.07.2025