নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার
সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।
দিল্লির পাশাপাশি কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও ফরিদাবাদে। তবে এখনও
পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর মেলেনি।এদিন সকাল ৯টা ৪ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি
এবং তার পার্শবর্তী অঞ্চল। জাতীয় ভূ-কম্পন পরিমাপ কেন্দ্রে বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল
ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায় মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে,
হরিয়ানার সোনিপত, রোহতক এবং হিসারেও। ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে
আসেন বাসিন্দারা।
Akb tv news
10.07.2025