নিজস্ব প্রতিনিধি,
মন্ত্রী হয়ে প্রথম উদয়পুর পঞ্চায়েত দফতরের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করলেন কিশোর বৰ্মণ। সোমবার গোমতী জেলার উদয়পুরের পি আর টি আই কনফারেন্স হলে পঞ্চায়েত দপ্তরের গোমতী জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় l দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের পুরোহিত্যে অনুষ্ঠিত হয় বৈঠক l উপস্থিত ছিলেন গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায় , গোমতী জেলার জেলা শাসক, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস , বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও বিধায়ক রামপদ জমাতিয়া l বৈঠকে গোমতী জেলার সমস্ত ব্লকের বিডিও এবং সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ সহ পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন l বৈঠকে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্মের বিষয়ে আলাপ আলোচনা করেন মন্ত্রী কিশোর বর্মণ l তিনি বলেন, মা ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আজ আমি প্রথম রিভিও মিটিংয়ে অংশ গ্রহন করেছি। গোমতী জেলা থেকেই আমি রিভিও মিটিং শুরু করেছি। সারা দেশের মধ্যে পঞ্চয়েত রাজ ব্যবস্থার মধ্যে ত্রিপুরার গোমতী জেলা প্রথম হয়েছে বলে তিনি জানান l
Akb tv news
21.07.2025