আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দও ভৌমিককে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    সোমবার শেষ শ্রদ্ধা জানানো হল প্রয়াত দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দও ভৌমিককে ৷ এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা প্রয়াত বার্তা সম্পাদক প্রদীপ দওের বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানান । পরবর্তী সময়  তার মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে  আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন  সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিরা প্রয়াত বার্তা সম্পাদককে শ্রদ্ধা জানান। এছাড়া  প্রয়াত প্রদীপ দও ভৌমিককে  এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে শ্রদ্ধা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ব্যক্তিরা। এদিন মুখ্যমন্ত্রী তার শোক বার্তায় জানান রাজ্যের সংবাদ জগতে প্রদীপ দও ভৌমিক ছিলেন খুবই উজ্জ্বল। ছাত্র অবস্থা থেকেই তার সাথে পরিচয় ছিল। পড়াশোনায় তিনি খুব ভাল ছিলেন। প্রয়াত ভুপেন দত্ত ভৌমিক তাকে সংবাদ জগতে নিয়ে আসেন। ভুপেন দত্ত ভৌমিক মারা যাবার পরও দৈনিক সংবাদের মাধ্যমে জনগণের কথা সর্বত্র পৌঁছে দিয়েছেন তিনি। খুবই অমায়িক ছিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন একজন ভাল মানুষ, একজন ভাল সাংবাদিক এবং একজন ভাল বার্তা সম্পাদককে আমরা হারিয়েছি। একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

    Akb tv news 

    21.07.2025

    3/related/default