আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিদ্যালয়ে আরও ভাল ফলাফলের প্রতি গুরুত্ব দিতে বললেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    শিক্ষক হল জাতির মেরুদন্ড। কিন্তু জাতির মেরুদন্ড হতে গেলে তাদের গুনগত দিকের বিশেষত্ব থাকা প্রয়োজন। তাই সে দিকগুলো নজরে রেখে ঐ ধরনের শিক্ষক নেবার ব্যবস্থা করছে শিক্ষা দফতর। TBSE ‘র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এ বছরের ফলাফলের উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন ধীরে ধীরে কম বেশ গুটি  গুটি পায়ে এগুচ্ছে। কিন্তু আগামী দিন আরও ভাল ফলাফল করতে হবে। ইতিমধ্যেই অনেকগুলো স্কুল কমপ্রেসড করা হয়েছে। নতুন নতুন লিডার তৈরি করা হয়েছে। এদিন আবার TSQAAF নামে নতুন আরেকটি পদ্ধতি ব্যবহার করা শুরু হবে। সুতরাং ১০০ শতাংশ ফলাফল যাতে আরও বেশি করে স্কুল গুলিতে হয় সে দিকে গুরুত্ব প্রদান করতে হবে। যদিও তিনি স্বীকার করেন যে অনেক কমতি আছে তবে এর জন্য শিক্ষা দফতর অনেক উদ্যোগও গ্রহণ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্কুল কোয়ালিটি এসেসমেন্ট এন্ড  এক্রিডিটেশান ফ্রেমওয়ার্ক অর্থাৎ TSQAAF এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি তাঁর বক্তব্যে রাজ্যে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এদিকটিও তুলে ধরেন।


    Akb tv news 

    04.07.2025

    3/related/default