'এক পেড় মা কি নাম’ নিয়ে যদি চর্চা না করি তাহলে বোঝা যাবে না।। মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

আরশি কথা

 

নিজস্ব প্রতিনিধি,

সমবায়ের আন্তর্জাতিক বছর ২০২৫- উদযাপন উপলক্ষ্যে শুক্রবার ‘এক পেড় মা কি নাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্জয়নগরস্থিত এল পি জি গোডাউনে। ত্রিপুরা স্টেট কপারেটিভ কনজিউমার’স ফেডারেশন লিমিটেডের উদ্যোগে হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ ও ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান দীপক ঘোষ সহ আরও অনেকে। অনুষ্ঠানে মন্ত্রী সহ উপস্থিত অথিতিরা বৃক্ষ রোপণ করেন। মন্ত্রী তার ভাষণে বলেন, এক পেড় মা কি নাম’ অনুষ্ঠানটি আমরা অনেক বছর ধরে করে আসছি। কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম বা গুরুত্ব কি একটি গাছ লাগানো ও গাছ বাঁচানো, সেটা যদি চর্চা না করি তাহলে বোঝা যাবে না বলে তিনি জানান।

 

Akb tv news 

04.07.2025


 

3/related/default