নিজস্ব প্রতিনিধি,
বুধবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া
শুরু করে দিল নির্বাচন কমিশন। ২৩শে জুলাই বুধবার এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের
দিনক্ষণ ঘোষণা করা হবে। খুব শীঘ্রই নির্বাচন হবে বলেই জানানো হয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, বর্তমানে ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরির কাজ চলছে। এখনও পর্যন্ত রিটার্নিং অফিসার
এবং সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্ত হয়নি। এই বিষয়েও কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের
জন্য অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্যাবলী খতিয়ে দেখছে কমিশন। প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি
পদে পাঁচ বছরের সময়কাল শেষ করেননি জগদ্বীপ ধনকড়। সময়ের দু’বছর আগেই পদ থেকে ইস্তফা
দিয়েছেন তিনি। জানা গেছে, ধনকড়ের উত্তরসূরি পূর্ণ মেয়াদে অর্থাৎ কিনা পাঁচ বছরের জন্যই
ওই পদে বসবেন।
Akb tv news
23.07.2025