নিজস্ব প্রতিনিধি,
মন্ত্রী হওয়ার পর এই প্রথমবার এমবিবি ইউনিভার্সিটি পরিদর্শন করলেন উচ্চ
শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বুধবার এমবিবি ইউনিভার্সিটি পরিদর্শন করার পর তিনি কথা
বলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে। মন্ত্রী যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন।পরবর্তী
সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব
নেওয়ার পর প্রথমে রাজ্য স্তরে একটি রিভিও মিটিং করি। সেই রিভিও মিটিংয়ের পর সিদ্ধান্ত
নেয় আমাদের উচ্চ শিক্ষা দফতরের অধীন যেই বিশ্ব বিদ্যালয় গুলি রয়েছে সেই গুলো পরিদর্শন
করার। তাদের বর্তমান পরিস্থিতি কি আছে , কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের
জাতীয় যে শিক্ষানীতি আছে, সেই শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি
হয়েছে সেই বিষয় গুলি খতিয়ে দেখার জন্য পরিদর্শন করা হয় বলে তিনি জানান।
Akb tv news
23.07.2025