Type Here to Get Search Results !

মহারাজগঞ্জ মৎস্য বাজারকে ৩৫ কোটি টাকা খরচ করে আধুনিক মৎস্য বাজার করা হবে।। মন্ত্রী সুধাংশু দাস।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি, 

রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ মৎস্য বাজারকে ৩৫ কোটি টাকা খরচ করে আধুনিক মৎস্য বাজার করা হবে। সেই মোতাবেক বুধবার এই উদ্দেশ্যেকে মাথায় রেখে মহারাজগঞ্জ মৎস্য বাজার পরিদর্শন করলেন মৎস্য তথা তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন মন্ত্রীর সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার রত্না দত্ত ও বাজার মৎস্য সমিতি সেক্রেটারি সহ অন্যান্যরা।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আমরা সবাই জানি যে মহারাজগঞ্জ বাজারে যে মৎস্য বাজার আছে এই মৎস্য বাজারে বেশির ভাগ যে ব্যবসায়িরা আছেন তারা এস সি কমিউনিটির মানুষ। তাই তপশিলি জাতি উন্নয়ন দফতর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজগঞ্জ বাজারে মর্ডার্ন ফিস মার্কেট তৈরি করে দেওয়ার। মৎস্য ব্যবসায়িদেরকে যাতে বসার সুবন্দোবস্ত করে দেওয়া যায়। তারজন্য তপশিলি জাতি উন্নয়ন দফতর একটি প্রোজেক্ট হাতে নিয়েছে মর্ডার্ন ফিস মার্কেট তৈরি করার জন্য বলে তিনি জানান।

Akb tv news 

16.07.2025