নিজস্ব প্রতিনিধি,
রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে প্রায় ১৯ হাজারের উপর সরকারি
চাকরি হয়েছে। চাকরি সংক্রান্ত ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার এমনটাই জানালেন
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি বলেন, চাকরি শুধু যে পাবে তার জন্য নয়, আমাদের জন্যও।
এরফলে বিভিন্ন দফতরে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। গত সাত বছরে আমরা প্রায় ১৯ হাজার
আটশ চাকরি দিয়েছি। এটা শুধু স্থায়ী পদের চাকরি। এর বাইরেও যাতে সরকারের কাজ ভাল হয়
তার জন্য চুক্তি ভিত্তিক চাকরি, আউট সোর্সিং পদে সাত থেকে আট হাজার চাকরি দেওয়া হয়েছে
বলে তিনি জানান।
Akb tv news
16.07.2025