আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল বিধায়ক দল ।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধি,

    বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল বিধায়ক দল। ৪ ও ৫ জুলাই এসটি কমিটির নর্থ এবং ঊনকোটি জেলা ভিজিটিং প্রোগ্রাম ছিল। সেই মোতাবেক শনিবার জম্পুই হিল থেকে ফিরে আসার পথে কাঞ্চনপুরস্থিত সুভাষ নগরে বিধায়কদেরই একটি গাড়ি আরেকটি গাড়িকে দ্রুতগতিতে ধাক্কা মারলে পর পর তিনটি গাড়ি একে অপরের পেছনে ধাক্কা মারে। তাতে করে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বিধায়ক রঞ্জিত দাস অল্পতে রক্ষা পান। এই ঘটনায় আতঙ্কিত বিধায়ক দল।

    Akb tv news 

    05.07.2025

    3/related/default