নিজস্ব প্রতিনিধি,
বর্তমান সময়ে দেশের বিহার রাজ্যে ভোটার তালিকার
বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক।এনিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট
পর্যন্ত। এরমধ্যে এক সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার
তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরুর করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম রায়ের
উপরে নির্ভর করছে পাকা দিনক্ষণ।বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী
সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া।এব্যাপারে কমিশন জানিয়েছে, যাতে
শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটাদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী।
বিহারের পর এক এক করে অন্যান্য রাজ্য গুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই
জানা গিয়েছিল। রবিবার এক সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু
করতে চাইছে নির্বাচন কমিশন। সেই মোতাবেক বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের কর্মীদের
নির্দেশও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
Akb tv news
14.07.2025