নিজস্ব প্রতিনিধি,
তীর্থযাত্রীদের জন্য এক অনন্য আধ্যাত্মিক নতুন পর্যটন ক্ষেত্র হিসেবে বিকশিত হতে যাওয়া উদয়পুরের বনদুয়ারে প্রায় ৯৭.৭০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পে নির্মিত হতে যাওয়া ৫১টি শক্তিপীঠের অবিকল প্রতিরূপের রবিবার শুভ ভূমি পূজন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, কাকড়াবন-শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অতিথিদের হাত ধরে এদিন এই প্রকল্পের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই প্রকল্পকে রাজ্যের আধ্যাত্মিক ও পর্যটন শিল্পের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ৫১ শক্তিপীঠের অবিকল প্রতিরূপ নির্মাণ তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে। এটি ত্রিপুরাকে দেশের আধ্যাত্মিক পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এদিন মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন এই ৫১ পীঠের প্রান প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর হাত ধরে করার। তিনি বলেন ১৫ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। এই সময়ের মধ্যে তা শেষ হলে সারা দেশ এমন কি বিশ্বে তা সাড়া ফেলবে।
Akb tv news
13.07.2025