ফ্রান্সে ভয়াবহ দাবানলে ১১০ জনের মৃত্যু।। আহত শতাধিক।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি, 

ভয়াবহ দাবানলের গ্রাসে ফ্রান্স। মঙ্গলবার সেদেশের পেনেস-মিরাবেউয়ের কাছে যে আগুন লেগেছিল, তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক বাড়িঘর। দাবানলের জেরে ১১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। দাবানলের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্সেই বিমানবন্দর। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে ৮০০ জন দমকল কর্মীকে।” সূত্রের খবর, পরিস্থিতি মোকবিলা করতে মার্সেইয়ের বিশেষ মেরিন দমকল বাহিনীকে নামানো হয়েছে। ” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি পরিস্থিতির উপর নজর রাখছি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

Akb tv news 

09.07.2025

3/related/default