আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গুজরাটে ব্রিজ বিপর্যয়।। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

    ফের মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার গুজরাটে ব্রিজ ভেঙে নদীতে গাড়ি পড়ে যাওয়ায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হল প্রধানমন্ত্রীর তরফে। অন্যদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার নেপথ্যে উঠে আসছে গাফিলতির তত্ত্ব।বর্তমানে ব্রিকস উপলক্ষে ব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এই দুর্ঘটনার খবর শোনার পর শোক প্রকাশ করেন তিনি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গুজরাটের ভদোদরা জেলায় একটি সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ একইসঙ্গে মৃত ও আহতদের উদ্দেশে ক্ষতিপূরণ ঘোষণা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’জানা গেছে, বুধবার সকাল ৮টা নাগাদ গাড়ি চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই সেতুটি। গুজরাটের মহিসাগর নদীর উপর নির্মিত ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী অত্যন্ত ব্যস্ততম এই সেতু। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতু ভেঙে পড়ার জেরে দুটি ট্রাক, অটো রিকশা ও গাড়ি নদীতে পড়ে যায়। একটি ট্রাক ব্রিজের মুখে আটকে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল বাহিনী ও ডুবুরি দল। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


    Akb tv news 

    09.07.2025

    3/related/default