নিজস্ব প্রতিনিধি,
তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পুরোহিত্বে বৃহস্পতিবার রাজ্য অতিথি শালায় তপশিলি জাতি অংশের বিধায়কদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে রাজ্যের সকল তপশিলি জাতি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের তপশিলি জাতি অংশের জনগণের সার্বিক উন্নয়নে তার মন্ত্রীত্ব গ্রহণের পূর্বে কতদূর উন্নতি হয়েছিল এবং তাঁর মন্ত্রিত্ব গ্রহণের পর কি কি উন্নয়ন হয়েছে এদিক গুলো নিয়ে যেমন আলোচনা হবে তেমনি রাজ্যের তপশিলি জাতির উন্নয়নে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এ সম্পর্কে বিধায়কদের সাথে আলাপ আলোচনা করে তাদের পরামর্শ গ্রহণ করে পদক্ষেপ নেওয়া সম্পর্কে আলোচনা করা হবে।
Akb tv news
24.07.2025