আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্মার্ট মিটার নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    স্মার্ট মিটার নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের  প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা তো সঙ্গত।যে মেশিনটি ছিল তাতে তো বিদ্যুৎ ব্যবহারের হিসেবটা উঠছিল। তাতে অসুবিধাটা কি ছিল। হঠাৎ করে মেশিনটাকে বদলে এই নতুন ধরনের মেশিন বসানোর প্রয়োজনীয়তা আসল কেন। তাতে পরিস্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নতুন মেশিনটি তৈরি করেছে। কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাত দেওয়া হয়েছে। সেগুলি এনে দেশের বিজেপি শাসিত রাজ্য গুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রেডিংয়ের যে যন্ত্র সেটাকে বাদ দিয়ে এগুলি বসাতে হবে। এরফলে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল আসছ। মানুষ অসহায় হয়ে পড়ছেন বলে তিনি জানান।   

    Akb tv news 

    24.07.2025


    3/related/default