ভবনস্ বরাবর সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। প্রকৃতি ও পরিবেশ রক্ষা নিয়েও বিদ্যালয়ে নানান সচেতনতা অনুষ্ঠান করে থাকে বিভিন্ন সময়। বিদ্যালয়ে জুলাই মাসব্যাপী নানান আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাতবিভাগে অনুষ্ঠিত হয়েছিল প্রকৃতি বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা৷ পাশাপাশি আয়োজিত হয় বীজ বপন ও গাছ লাগানোতে উৎসাহিত করার জন্য প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে ‘শো দ্যা সিড’।
মূল অনুষ্ঠানটি হয় ২৯ শে জুলাই রাজ্যের সনামধন্য বিদ্যালয় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের নরসিংগড় ক্যাম্পাসের মহারাজা বীরবিক্রম অডিটোরিয়ামে সাড়ম্বরে উদযাপিত হয় বনমহোৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী স্বপ্না সোম ও ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান তথা প্রাক্তন আইএফএস শ্রী দেবাশীষ চক্রবর্তী। গাছে জল দেওয়ার মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষা তাঁর স্বাগত বক্তব্যে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের জন্য গাছের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য ভবনস্ এর নরসিংগড় ক্যাম্পাস বিভিন্ন ঔষধি গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের বাগান সহ নানান পাতা বাহারে ঘেরা এক চিরসবুজ ক্যাম্পাস।এদিন অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের এনএসএস ইউনিট, এনসিসি ইউনিট, ইকো-ক্লাব, রোটারি ক্লাবের তরফে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়৷ উপস্থিত মাননীয় চেয়ারম্যান তাঁর বক্তব্যে গাছ রক্ষনাবেক্ষণের প্রসঙ্গ নিয়ে আলোচনার পাশাপাশি, পরিবেশে গাছ রক্ষার মানসিকতা তৈরির উপর গুরুত্বারোপ করেন৷ এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বনায়নের গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ একটি নাটক ‘শেষ পাতা’ পরিবেশনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০শে জুলাই ২০২৫