নিজস্ব প্রতিনিধি,
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বারাণসী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কিস্তিটি প্রকাশ করবেন। এদিন তিনি দেশের কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে জমা দেবেন।এই প্রকল্পের আওতায়, সুবিধাভোগী কৃষকদের প্রত্যেককে ২০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এদিন সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন। সরকারি হিসাব অনুসারে, এবারও প্রায় ৯ দশমিক ৩ কোটি কৃষক উপকৃত হবেন। কিস্তি প্রদানের পরপরই সুবিধাভোগীদের এসএমএস সতর্কতার মাধ্যমে অবহিত করা হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২০১৯ সালে চালু হয়েছিল। এই যোজনার আওতায়, যোগ্য কৃষকরা বার্ষিক ৬,০০০ টাকা করে পান, যা তিনটি কিস্তিতে বিতরণ করা হয়। কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত ১৯টি কিস্তিতে অর্থ প্রদান করেছে। ২০তম কিস্তি দুসরা আগস্ট প্রদান করা হবে।
Akb tv news
30.07.2025