আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে বিভিন্ন আর্থ-সামাজিক সূচক ও কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে আসাম সফরে যাবেন বলে জানা গেছে। যেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও, শিল্প-ভিত্তিক শিক্ষার উপর জোর দিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেন, “আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার সৌভাগ্য হল।“আসামের আর্থ-সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি এবং প্রধান  কল্যাণমূলক প্রকল্পগুলির প্রায় পূর্ণ বাস্তবায়ন সম্পর্কে তাকে অবহিত করেছি।”প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ই সেপ্টেম্বর আসাম সফরে যাবেন। যেখানে তিনি ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর বছরব্যাপী উদযাপনের উদ্বোধন করবেন এবং গোলাঘাট জেলার নুমালিগড়ে দেশের প্রথম জৈব-ইথানল প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করবেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান।

    Akb tv news 

    28.07.2025

    3/related/default