নিজস্ব প্রতিনিধি,
এক শিক্ষিকার শাসনে করুণ পরিনতি ঘটল এক মেধাবী
স্কুল ছাত্রীর। স্কুলে শিক্ষিকার বকুনির জেরে বাড়িতে এসে অপমানে কীটনাশক ওষুধ খেয়ে
জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তৃষা মজুমদার নামে এক ছাত্রীর।বিলোনিয়া
রাজনগর ব্লকের বড়পাথড়ি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল তৃষা।
রবিবার সকালে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরদিন সোমবার মৃতার বাড়িতে
যান সি পি আই এম দলের নেতৃত্ব সুধন দাস। এদিন উনার সঙ্গে দলের স্থানীয় কর্মকর্তারাও
ছিলেন। তিনি তৃষার বাড়িতে গিয়ে শোকাহত মা-বাবা ও পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে সমবেদনা
জানান। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন সুধন দাস।
Akb tv news
28.07.2025