আগরতলা টাউন হলের নাম বদল করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করা হবে।। মুখ্যমন্ত্রী।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি,

ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা,‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত কার্যক্রমে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগরতলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করা হবে। একইসাথে সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর একটি মর্মর মূর্তি স্থাপন করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন সরকারী ভাবে এই অনুষ্ঠান করার কারন হল যাতে উনার চিন্তাধারা সম্পর্কে ছাত্র ছাত্রীরা আরও বেশি করে জানতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী যে সমাজ পরিবর্তনের কথা বলেন এটা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি আরও আগে বলে গেছেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য , তথ্য সংস্কৃতি দফতরের সচিব প্রদীপ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। 

Akb tv news 

06.07.2025 

3/related/default