আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সফটওয়্যারের যুগে টাইপ রাইটার চলতে পারে না।। ব্রাজিলে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ব্রাজিলে ব্রিকস সম্মেলনে আন্তর্জাতিক জোটগুলির প্রতি ‘বঞ্চনা’র অভিযোগ তুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল ও স্বল্প উন্নত দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করেন তিনি।যদিও এই দেশগুলি বিশ্ব কূটনীতির ময়দানে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।প্রধানমন্ত্রী দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলিতে এই দেশগুলির প্রতিনিধিত্ব থাকা জরুরি।প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল সাউথ দেশগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ওশিয়ানিয়ার উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘উন্নত’ দেশগুলির বিরুদ্ধে কার্যত অভিযোগ আনেন। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। তিনি সরাসরি বলেন, “জলবায়ু সঙ্কট মোকাবিলার অর্থ, উন্নয়ন, প্রযুক্তিগত সুযোগ সুবিধার ক্ষেত্রে এই দেশগুলিকে বেশির ভাগ সময়েই নামমাত্র কিছু দেওয়া হয়ে থাকে।” দীর্ঘদিন ধরেই দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলির সঙ্গে এই বঞ্চনা চলছে। ‘ব্রিক্‌স’ সম্মেলনে তাঁর বক্তৃতার সারাংশ সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি লিখেছেন, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।” এই পরিস্থিতি বদলাতে জোরালো সওয়াল করেন মোদি। তাঁর বক্তব্য সফটওয়্যারের যুগে টাইপ রাইটার চলতে পারে না।

     Akb tv news 

    07.07.2025 

     


    3/related/default