আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তিনটি গুরুত্বপূর্ণ দফতর পেলেন নয়া মন্ত্রী কিশোর বর্মণ।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

    গত তেসরা জুলাই রাজ্য মন্ত্রিসভার নয়া সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ। বিধানসভার লবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নয়া মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।তবে মন্ত্রী পদে শপথ নিলেও দফতর বণ্টন করা হয়নি।শুক্রবার এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নয়া মন্ত্রীকে দফতর বণ্টন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। নতুন মন্ত্রীকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং জি এ (পলিটিক্যাল) দফতরের দায়িত্ব দেওয়া হয়। রাজ্যের রাজ্যপালের নির্দেশ অনুসারে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    Akb tv news 

    11.07.2025

    3/related/default