নিজস্ব প্রতিনিধি,
কর্ম সংস্থান নিয়ে প্রায়ই বিরোধীরা এক সুরে সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে। তারা অভিযোগ করে বেকার সমস্যার নিরসনে সরকার কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না ইত্যাদি আরও কত কি। এদিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় যে কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার আসার পর বেকার সমস্যা নিরসনেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। যার ফল স্বরুপ দেখা যায় যে রোজগার মেলার আয়োজন যেখানে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে ১২ জুলাই বিভিন্ন সরকারি দপ্তরে নবনিযুক্ত তরুণ-তরুণীদের হাতে ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন। কর্মসংস্থানের প্রসারে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা পূরণের অন্যতম পদক্ষেপ হিসেবে রোজগার মেলাগুলির আয়োজন করা হয়। জানা যায় এখনও পর্যন্ত বিভিন্ন রোজগার মেলার মাধ্যমে ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে। ষোড়শ রোজগার মেলা অনুষ্ঠিত হবে সারা দেশের ৪৭টি জায়গায়। মূলত রেল, স্বরাষ্ট্র, ডাক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অর্থ, শ্রম ও সংস্থান মন্ত্রকে নবনিযুক্তদের নিয়োগপত্র দেওয়া হবে এই রোজগার মেলায়।
Akb tv news
11.07.2025