নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার ছিল জাতীয় মৎস্য
চাষি দিবস। এই দিনটি পালনের জন্য লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত
হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী
সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস ও ফিসারী কলেজের প্রিন্সিপাল
অরুন ভাই পাটেল সহ অন্যান্যরা। এই উপলক্ষে এদিন মন্ত্রী সুধাংশু দাস জানান যে এদিন
জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে সারা দেশে তা পালন করা হচ্ছে। রাজ্যেও এদিন মৎস্য দফতরে
, ফিসারি কলেজে তা পালন করা হয়। তিনি বলেন, রাজ্যে যারা মৎস্য চাষি আছেন তাদেরকে উৎসাহিত
করতে ,তাদের অবদানকে স্বীকৃতি প্রদান করতে এই আয়োজন। এদিন অধ্যাপক ডঃ হিরালাল চৌধুরীকে
সম্মান জানিয়ে এই
জাতীয় মৎস্য চাষি দিবস উদযাপন করা হয়ে থাকে। মৎস্য চাষিদের প্রতি উৎসর্গ করতেই এই দিবসটি
পালন করা হচ্ছে। রাজ্যের মৎস্য চাষিদের প্রতি এদিন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস আহ্বান
জানিয়েছেন এই কাজে আরও বেশি করে মনোনিবেশ করে এবং আরও বেশি করে যাতে তারা এগিয়ে আসে।
ফিসারি দফতর , ফিসারি কলেজ তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। এই উদ্দেশ্যেই
এই জাতীয় মৎস্য চাষি দিবস উদযাপন করা হচ্ছে।
Akb tv news
10.07.2025