মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে জেলাভিত্তিক রিভিউ মিটিং অনুষ্ঠিত।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি, 

বিশ্রামগঞ্জে সিপাহীজলার  জেলাশাসক  কনফারেন্স হলে সোমবার মন্ত্রী সুধাংশু দাসের  সভাপতিত্বে জেলাভিত্তিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ,বিধায়িকা অন্তরা সরকার দেব প্রমুখ। এদিনের রিভিউ মিটিংয়ে   বর্তমান অর্থ বছরে বরাদ্ধকৃত  অর্থ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের  বিভিন্ন কর্মসূচি গুলিতে  কিভাবে বাস্তবায়িত  করা যায় , যে সমস্ত প্রকল্প গুলি হাতে নেওয়া হয়েছিল তার কতটা বাস্তবায়িত হয়েছে , কোথাও কোন সমস্যা আছে কি না এ দিকগুলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এই জেলাকে বিভিন্ন দিক দিয়ে কতদূর  সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে এ নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। 

Akb tv news 

14.07.2025


  • নবীনতর

    মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে জেলাভিত্তিক রিভিউ মিটিং অনুষ্ঠিত।। AKB TV News

3/related/default