নিজস্ব প্রতিনিধি,
দুই যুবকের দ্বারা ধর্ষণের শিকার হল এক নাবালিকা। সোমবার সন্ধ্যা রাতে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিল ওই দুই যুবক ওই নাবালিকাকে।পর্রবতী সময়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, মেলাপাথর গ্ৰামের হিরন মিয়া নামে এক যুবক তার এক সহযোগী তুইমধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের ১৭ বছরের এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচুবাগানে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এমন সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক তার গৃহপালিত গবাদি খুঁজতে লিচু বাগানে যায়। তখন ওই নাবালিকার চিৎকার শুনে এগিয়ে যায় তারা। তখনই দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে সরোজ দেব্বর্মা এবং তাঁর সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হন। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে। তিনি আরও বলেন, এবিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয়।অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে ধর্ষিতার পরিবার সহ এলাকাবাসী।
Akb tv news
29.07.2025