নিজস্ব প্রতিনিধি,
‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান-এর অঙ্গ
হিসেবে মঙ্গলবার মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত নুনাছড়া এডিসি ভিলেজের নবজয়
রিয়াং পাড়া জে.বি. স্কুলে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।এই প্রকল্পের
আওতায় ৫০ আসন বিশিষ্ট বালক ও ৫০ আসন বিশিষ্ট বালিকা ছাত্রাবাস ভবন নির্মাণ করা হবে
l যা প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন এডিসি’র এক্সিকিউটিভ সদস্য কমল কলই ও মহকুমা শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।মন্ত্রী
বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা
ছাড়া কোন জাতি বা সম্প্রদায়ের অগ্রগতি সম্ভব নয়। তাই বর্তমান সরকার পাহাড়ি ও প্রত্যন্ত
এলাকার জনগণকে শিক্ষার মূল ধারায় আনার জন্য সচেষ্ট বলে তিনি জানান।
Akb tv news
29.07.2025