আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংগ্রাম ছাড়া আর কোন পথ নেই ।। বিধায়ক বিরজিৎ সিনহা।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    রবিবার কৈলাসহর মহকুমার পাইতুরবাজারে বিধায়ক বিরজিৎ সিনহার বাসভবনের সভাকক্ষে ঊনকোটি জেলা কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা। সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে কংগ্রেসের শাখা নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে তৃণমূল স্তরে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই সভায়। সভায় স্মার্ট মিটার বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং মাদক বিরোধী প্রচারাভিযান নিয়ে আলোচনা করা হয়। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরজিৎ সিনহা বলেন, সংগ্রাম ছাড়া আর কোন পথ নেই। বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই সুযোগে আমরা যদি সংগঠনকে মজবুত করি, তাহলে কংগ্রেস ফের রাজ্যে সরকার গঠন করতে পারবে বলে তিনি জানান।

    Akb tv news 

    27.07.2025


    3/related/default