আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।। AKB TV News

    আরশি কথা


     


     নিজস্ব প্রতিনিধি,

    কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সাথে বুধবার সাক্ষাৎ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁদের মধ্যে রাজ্যে চলমান বিভিন্ন কাজের অগ্রগতি ও পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিন সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব বলেন, ত্রিপুরায় অধিক বৃষ্টির ফলে আগামীদিনের ওই অঞ্চলে টেকসই নির্মাণের পরিকল্পনা এবং যে নির্মাণের গুনগত মান নিয়ে সংশয় রয়েছে সেই কাজ গুলির জন্য উচ্চ পর্যায়ের অধিকারীকদের একটি পর্যবেক্ষক টীম গঠন করার দাবি জানিয়েছেন তিনি। ওই কাজগুলোর ত্রুটি চিহ্নিত করে, প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, এদিন গোমতী এবং মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা, আগরতলা- সাব্রুম এপ্রোচ রোডের কাজ চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তিনি। তাছাড়া, চলমান ১১ টি কাজের বর্তমান অবস্থা ও গুনগুত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    Akb tv news 

    23.07.2025

    3/related/default