আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশালগড় মহকুমা আদালতে দুঃসাহসিক চুরির ঘটনা।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    মন্দির, মসজিদ ও বিদ্যালয়ের পর এবার আদালতে হানা দিল চোরের দল। চুরির ঘটনা সংঘটিত করার পর আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল।মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা।এখন প্রশ্ন উঠছে,মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হল। মঙ্গলবার আইনজীবী থেকে শুরু করে মুহুরীরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা চুরি কাণ্ড আচ করতে পান। আদালতে চুরির কান্ড ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।একাংশ আইনজীবীদের অভিমত বিভিন্ন প্রমাণ পত্র লুট করার লক্ষ্যে এই ঘটনা সংগঠিত করা হয়েছে।

    Akb tv news 

    22.07.2025


    3/related/default