Type Here to Get Search Results !

৯১৫ জন পিজি ও ৭০০ জন জিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত।। জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি, 

মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মহাকরনে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন  মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণে নতুন করে ৯১৫ জন পিজি ও ৭০০ জন জিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরে ৬ জন মেডিকেল অফিসার (ডেন্টাল) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।টি পি এস সি’র মাধ্যমে এই পদ গুলিতে নিয়োগ করা হবে। এর পাশাপাশি, আগামী কিছুদিনের মধ্যেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী।   

Akb tv news 

15.07.2025