Type Here to Get Search Results !

দেশের সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি, 

স্বামী-স্ত্রীর সম্পর্কে চির। লুকিয়ে স্ত্রীর ফোনকল রেকর্ড করেছেন স্বামী। এমনই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। সেই মোতাবেক হাই কোর্ট স্ত্রী’র পক্ষে রায় দিলেও মঙ্গলবার উচ্চ আদালতের সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগরত্ব এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী ক্ষেত্রে দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতেই পারেন স্বামী বা স্ত্রী। সম্মতি ছাড়া ফোনকল রেকর্ড করার অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন স্ত্রী। উচ্চ আদালত জানায়, বিবাহ বিচ্ছেদের জন্য গোপনে রেকর্ড করা ফোন কলকে নিষ্ঠুরতার প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারেন না স্বামী। বিচারপতি নাগরত্ব এবং বিচারপতি শর্মার বেঞ্চ জানায়, তথ্য প্রমাণ আইনের ১২২ নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্যতিক্রমী ক্ষেত্রে বিনা সম্মতিতেই দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতে পারেন স্বামী বা স্ত্রী।প্রসঙ্গত, ওই অনুচ্ছেদে বলা হয়েছে, দাম্পত্য বিষয়ক কথোপকথন স্বামী বা স্ত্রী অপরের সম্মতি ছাড়া প্রকাশ্যে আনতে পারেন না। তবে স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলে এই বিষয়ে ছাড় দেওয়া যেতে পারে বলে মন্তব্য শীর্ষ আদালতের।  

Akb tv news 

15.07.2025