নিজস্ব প্রতিনিধি,
রাজ্য
মন্ত্রিসভার নয়া সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের
বিধায়ক কিশোর বর্মণ। শপথ নেওয়ার পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী
জানান, মন্ত্রিসভার নয়া সদস্য কিশোর বর্মণকে নিয়ে আমাদের মন্ত্রিসভার ১২ জন
সদস্যের আসন পূর্ণ হয়েছে। আর একটি পদ আমাদের এম ও এস আছে। তিনি শপথ নেওয়ার সময় যা
যা পাঠ করেছেন আশা করি সেগুলো মাথায় রেখে আগামিদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের
সঙ্গে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে যাবেন বলে জানান
তিনি। আগামি দিন আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাব বলে এমনটাই
আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
Akb tv news
03.07.2025