নিজস্ব প্রতিনিধি,
এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তাঁকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য
স্টার অফ ঘানা’-এ সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। এই সম্মান
পেয়ে আপ্লুত নরেন্দ্র মোদি বলেন, “দু’দেশের বন্ধুত্ব গভীর হবে। দায়িত্ব আরও বাড়ল।”
এদিন প্রাধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি
গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়। বরং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি। “ভারত-ঘানার দ্বি-পাক্ষিক সম্পর্ক
আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল।” সম্মানটি
গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা ভারতের যুব সমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য ও দু’দেশের বন্ধুত্বের
প্রতি উৎসর্গ করেন।
Akb tv news
03.07.2025