আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দু'দিন ব্যাপী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের সূচনা করলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধি, 

    রাজধানীর কুঞ্জবনস্থিত এস সি ই আর টি অডিটোরিয়ামে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের সূচনা হয়।গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ আরও অনেকে।অনুষ্ঠানে বিধানসভার মুখ্য সচেতক তার ভাষণে বলেন, অন্যায়কে অন্যায় বলার সাহস করতে হবে। ভুলকে ভুল বলার সাহস করতে হবে। এই মানসিকতা আমাদের মধ্যে তখনি হবে যখন আমাদের মধ্যে আত্ম বিশ্বাস থাকবে। আত্ম সচেতন বোধ থাকবে। আর তাহলেই আমরা এই উৎকর্ষ মঞ্চ গুলির সুফল পাব বলে তিনি জানান।  

    Akb tv news 

    10.07.2025

    3/related/default