বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের ১২টি জায়গায় প্রাকৃতিক বিপর্যয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত।। AKB TV News

আরশি কথা


 

 নিজস্ব প্রতিনিধি, 

বুধবার সারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় বিষয়ক ভূমি ধস ও বন্যা মোকাবিলা বিষয়ে মেগা মহড়া অনুষ্ঠিত হয়। রাজ্য ভিত্তিক মূল মেগা মহড়াটি হয় আগরতলায়। এই মেগা মহড়ার এরিয়া নির্ধারিত করা হয়েছিল হাঁপানিয়া মেলা গ্রাউন্ডের মাল্টিপারপাস হল। এখানে এদিন সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসন, অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা, পূর্ত, স্বাস্থ্য, প্রাণীসম্পদ, মৎস্য, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, মিলিটারি, এনডিআরএফ বাহিনীর জওয়ান ও উচ্চ পদস্থ আধিকারিকরা জমায়েত হন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান, পশ্চিম জেলার ১২ জায়গায় সকাল সাতটা থেকে মহড়া শুরু হয়। ছয় জায়গায় বন্যা মোকাবিলা এবং বাকি ছয় জায়গায় ভুমি ধ্বস হলে কি কি করতে হবে তার মহড়া হয়েছে। গত বছর আগস্টে ভয়াবহ বন্যার পরিস্থিতিকে সামনে রেখে এই মহড়া হয়। তাতে অংশ নিয়েছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, আসাম রাইফেলস, পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস, দমকল ছাড়াও অন্যান্যরা।

Akb tv news 

09.07.2025

3/related/default