নৈতিক ভাবে এই বনধকে রাজ্যের অধিকাংশ মানুষ সমর্থন করেছে ।। সিট্যু নেতৃত্ব মানিক দে ।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি, 

দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ বুধবার নয়া শ্রম কোড বাতিল করা সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। এই বনধ নিয়ে এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে সিট্যু রাজ্য কমিটি। এদিন সিট্যু কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিট্যু নেতা মানিক দে জানান, এই বনধে রাজ্যের জনগন সর্বাত্মক সারা দিয়েছে। নৈতিক ভাবে তারা এই বনধকে রাজ্যের অধিকাংশ মানুষ সমর্থন করেছে বলে তিনি জানান। রাজ্যের পরিস্থিতি এমন অবস্থা যে তা অস্বীকার করার উপায় নেই, একটা নয়া ফ্যাসিবাদী অবস্থা চলছে।এখানে চলছে দৈহিক নির্যাতন, রক্তক্ষয় আক্রমন।এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজ্যে বনধের দিন প্রায় ৮০ শতাংশের উপর গাড়ি বন্ধ। বাকিদেরকে গাড়ি নিয়ে বের হতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানান।   

Akb tv news 

09.07.2025


3/related/default