যুবশক্তিই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের মূলধন ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি, 

আগাম ঘোষণা অনুসারে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬তম রোজগার মেলায় ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, যুবশক্তিই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের মূলধন। সরকার এই সম্পদকে সমৃদ্ধির উৎসে পরিণত করার জন্য কাজ করছে। ১৬তম রোজগার মেলায় নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, "আজ, বিশ্ব স্বীকার করে যে ভারতের দুটি বিশাল শক্তি আছে - জনসংখ্যা এবং গণতন্ত্র। অর্থাৎ, বৃহত্তম যুব জনসংখ্যা এবং বৃহত্তম গণতন্ত্র। যুবশক্তির এই শক্তি আমাদের ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মূলধন এবং প্রতিশ্রুতি। আমাদের সরকার এই মূলধনকে সমৃদ্ধির সূত্রে রূপান্তর করার জন্য কাজ করছে বলে প্রধানমন্ত্রী জানান।"


Akb tv news 

12.07.2025

 


3/related/default