নতুন শিক্ষানীতি আমাদেরকে নতুন করে ভাবনা শিখিয়েছে।। মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি, 

শুক্রবার উনকোটি জেলা স্তরে কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উনকোটি কলাক্ষেত্র কৈলাসহরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। তিনি তার ভাষণে বলেন, আমাদের রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। জাতীয় শিক্ষানিতি পরিবর্তন হয়েছে ২০২০ সালে।আমাদের রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল গুলিতে এই শিক্ষানীতি লাগু করা হয়েছে। এই নতুন শিক্ষানীতি আমাদেরকে নতুন করে ভাবনা শিখিয়েছে বলে তিনি জানান।এদিন অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।  

Akb tv news 

11.07.2025


  • নবীনতর

    নতুন শিক্ষানীতি আমাদেরকে নতুন করে ভাবনা শিখিয়েছে।। মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

3/related/default