নিজস্ব প্রতিনিধি,
এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে
কোনও মহিলা নেত্রীকে বসানো হতে পারে।সভাপতি হিসাবে সবার প্রথমেই উঠে আসছে
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম। যদি কোনও মহিলাকে সর্বভারতীয় সভাপতি পদে বসানো হয়, তবে তা বিজেপি’র ইতিহাসে
এই প্রথমবার হবে। প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসেই জেপি নাড্ডার সভাপতিত্বের
মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামনেই লোকসভা নির্বাচন থাকায়, তখন তাঁর পদের মেয়াদ
বাড়িয়ে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত করা হয়েছিল। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয়
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান জেপি নাড্ডা। বিজেপির নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি এক
পদেই থাকতে পারেন। সেই হিসাবেই জেপি নাড্ডার উত্তরসূরী কে হবেন, তা খোঁজা হচ্ছিল।
শীর্ষনেতারা একাধিক বৈঠক করেছেন এই বিষয় নিয়ে।
Akb tv news
04.07.2025