নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলকে আন্তর্জাতিক অর্থভান্ডারে কার্যকরী ডিরেক্টর হিসাবে নিয়োগ করল মোদি সরকার। তিন বছরের জন্য আইএমএফে তাঁকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। এদিন ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উর্জিত আইএমএফে ভারত-বাংলাদেশ-নেপালের মত দেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে আইএমএফে ভারতের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাঁকে দেশে ফেরায় সরকার। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন উর্জিত প্যাটেল।
Akb tv news
29.08.2025

