আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় ক্রীড়া দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।l AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    পশ্চিম জেলার জেলা শাসকের উদ্যোগে ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় প্লে গ্রাউন্ডে শুক্রবার জাতীয় ক্রীড়া দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়ক মীনারানি সরকার, জিমন্যাস্ট তথা পদ্মশ্রী দীপা কর্মকার , ওএনজির অ্যাসেট ম্যানেজার সহ অন্যান্যরা। এবছর 'এক ঘন্টা, খেল কে ময়দান ম্যাঁ' এই থিমকে সামনে রেখে পালিত হচ্ছে জাতীয় ক্রিড়া দিবস। এই অনুষ্ঠানের উদ্বোধন করে এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দেশ ১৯৪৭ সালে স্বাধীন হলেও ২০২৫ সালে দেশে নতুন ক্রীড়া বিল আনা হয়েছে। এর আগেও ক্রীড়া সম্পর্কিত আইন ছিল কিন্তু বর্তমান নতুন ক্রীড়া বিল লোকসভায় পাশ করানো হয়েছে। এতে দায়বদ্ধতা রয়েছে। এই নতুন ক্রীড়া বিলে আর টি আই যোগ হয়েছে। যার জন্য ক্রীড়া সম্পর্কিত যে কোন কিছুর জন্য দায়বদ্ধতা থাকবে। এর জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীকে ধন্যবাদ জানান। 




    Akb tv news 

    29.08.2025

    3/related/default